Bangladesh Krishi Bank Officer (Cash)-2017- MCQ

Recruitment Test for-2017

Bangladesh Krishi Bank ‘Officer (Cash)’

বাংলা

1. স্বভাবতই ‘ষ’ ব্যবহৃত হয়েছে যে শব্দে–

A. কৃষি
B. বর্ষা
C. মুমূর্ষু
D. আষাঢ়

View Answer

Option: D


আষাঢ়

2. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়

A. বাঁধন-হারা
B. মৃত্যু-ক্ষুধা
C. ব্যথার দান
D. কুহেলিকা

View Answer

Option: C


ব্যথার দান

3. ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথেকে ডি-লিট উপাধি প্রদান করে –

A. ১৯৩৫ সালে
B. ১৯৩৬ সালে
C. ১৯৩৭ সালে
D. ১৯৩৮ সালে

View Answer

Option: B


১৯৩৬ সালে

4. ‘ঊষর’ শব্দের বিপরীত শব্দ-

A. উর্বর
B. ধূসর
C. সরল
D. উজ্জ্বল

View Answer

Option: A


উর্বর

5. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়—

A. জাহান্নাম হইতে বিদায়
B. একাত্তরের দিনগুলি
C. জোছনা ও জননীর গল্প
D. নেকড়ে অরণ্য

View Answer

Option: B


একাত্তরের দিনগুলি

6. সালতি শব্দের অর্থ –

A. বড়ো আকারের বালতি
B. সাল বা বছর গণনার পঞ্জি
C. শাল গাছের সারি
D. তাল গাছের সরু ডোঙ্গা

View Answer

Option: D


তাল গাছের সরু ডোঙ্গা

7. Penny wise pound foolish—প্রবাদটির যথার্থ বাংলা রূপ-

A. অল্প বিদ্যা ভয়ংকরী
B. মশা মারতে কামান দাগানো
C. গেঁয়ো যোগী ভিখ পায়না
D. বজ্র আঁটুনি ফস্কা গেরো

View Answer

Option: D


বজ্র আঁটুনি ফস্কা গেরো

8. নিচের শুদ্ধ বাক্য হলো—

A. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।
B. জনস্থানে ধূম্রপান নিষেধ
C. পরিবারের সকলে আজ একত্রিত হয়েছে।
D. গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিক উদযাপিত হলো।

View Answer

Option: A


ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।

9. সাহিত্যিক উপাধি নয়—

A. কাব্য সুধাকর
B. দৌলত উজির
C. পরশুরাম
D. রায়গুণাকর

View Answer

Option: C


পরশুরাম

10. নির্ভয়া শব্দটির গঠনের সাথে সম্পর্কিত নয়—

A. উপসর্গ
B. সন্ধি
C. প্রত্যয়
D. প্রকৃতি

View Answer

Option: B


সন্ধি

11. বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক—

A. মমতাজ উদ্দীন আহমেদ
B. আবদুল্লাহ আল মামুন
C. সেলিম আল দীন
D. রামেন্দু মজুমদার

View Answer

Option: C


সেলিম আল দীন

12. ‘দাঁড়ি মুখে সারি গান–লা শরীক আল্লাহ!’—দাঁড়ি মুখ বলতে বলতে বোঝানো হয়েছে—

A. শ্নশ্রুমন্ডিত মুখে
B. দ্বার রক্ষকদের মুখে
C. দাঁড়িপাল্লাওয়ালাদের মুখে
D. মাঝিদের মুখে

View Answer

Option: D


মাঝিদের মুখে

13. বিজেতা শব্দের বিপরীত শব্দ—

A. বিজন
B. বিজিত
C. বিজয়ী
D. বিজ্ঞ

View Answer

Option: B


বিজিত

14. যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে—

A. প্রোষিতভর্তৃকা
B. প্রোষিতা
C. প্রোষিতপত্নীক
D. প্রবাসিনী

View Answer

Option: C


প্রোষিতপত্নীক

15. বাংলা একাডেমির প্রমিত বানানবিধি অনুসারে শুদ্ধ বানান হলো—

A. উনত্রিশ
B. ঊনচল্লিশ
C. উনবিংশ
D. ঊনিশ

View Answer

Option: A


উনত্রিশ

16. শুদ্ধ বিপরীত শব্দযুগল নয়—

A. আকাশ-পাতাল
B. সন্মুখে-পেছনে
C. ঊর্ধ্ব –অধ
D. ভিতর-বাহির

View Answer

Option: C


ঊর্ধ্ব –অধ